আপনার ফ্যাক্টরিতে এনার্জি সেভিংস এর সুযোগ

আপনি কি একজন ফ্যাক্টরি মালিক?

প্রতিদিন আপনার ফ্যাক্টরিতে কি পরিমাণে এনার্জি খরচ হচ্ছে তার হিসাব রাখছেন কি?

আপনি জানলে অবাক হবেন, সাধারণত একটি ফ্যাক্টরিতে এনার্জি সেভিংস মেজারমেন্ট না নিলে ৩৪-৬৬% এনার্জি অতিরিক্ত খরচ হয়। অর্থাৎ নিজের অজান্তেই হয়তো আপনি প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার এনার্জি লস করছেন!

নিচের ৫ টি উদ্যোগ নিলে আপনার ফ্যাক্টরির এনার্জি লস অনেকাংশেই কমাতে পারবেনঃ

চিলার/ রেফ্রিজারেশন মনিটরিং

সাধারণত একটি ফ্যাক্টরির ৪০-৫০% এনার্জি চিলার বা রেফ্রিজারেশনে ব্যবহৃত হয়। চিলারে একটি এনার্জি মনিটরিং সিস্টেম বা অটোমেটেড ম্যানেজমেন্ট সিস্টেম থাকলে আপনি অনেকাংশেই বাড়তি খরচ এড়াতে পারবেন। তাছাড়া নিয়মিত চিলারের মনিটরিং ও মেইন্টেইন্যান্স করলে সিস্টেম লস জনিত অপচয় রোধ করা সম্ভব।

বয়লার ও হিটিং সিস্টেম

একটি অপর্যাপ্ত কর্মদক্ষতা সম্পন্ন বয়লার আপনার ফ্যাক্টরির অতিরিক্ত ৩০% এনার্জি অপচয় করতে পারে। অটোমেটিক কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে বয়লারের অপচয় রোধ করা সম্ভব। এতে করে আপনি বয়লারের রানটাইম, মেইনটেইন্যান্স আপডেট, এনোমালি ডিটেকশন সহ যাবতীয় রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তথ্যাদি পর্যবেক্ষণ করতে পারবেন।

লাইটিং সিস্টেমঃ এনার্জি লসের অন্যতম কারণ

এখনো পর্যন্ত অনেক ফ্যাক্টরি এনার্জি ইফিশিয়েন্ট লাইট ব্যবহার না করার ফলে মাসে লক্ষ লক্ষ টাকা অপচয় করে যাচ্ছে। আপনার ফ্যাক্টরি ডিজাইনিং এ সূর্যালোকের ব্যবহারের প্রাধান্য দেয়া প্রয়োজন। এছাড়া আপনার ফ্যাক্টরিতে CFL/ LED বাতি না থাকলে অতি সত্ত্বর এনার্জি সেভিংস বাল্ব ব্যবহার করুন। বিনা প্রয়োজনে যাতে ফ্যাক্টরির বাতি চালু না থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দরকার হলে রিলে টাইমার ব্যবহার করে ফ্যাক্টরির সব লাইট একসাথে বন্ধ করার ব্যবস্থা করতে হবে।

সঠিক মোটর ও ড্রাইভার ব্যবহার করা

আমরা অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত হর্স পাওয়ারের মোটর ব্যবহার করে ফ্যাক্টরি রান করে থাকি। বিশেষজ্ঞ উঞ্জিনিয়ার দ্বারা আপনার ফ্যাক্টরির মোটর অপ্টিমাইজড অবস্থায় আছে কি না তা পরীক্ষা করিয়ে নিন। মটরে অবশ্যই কন্ট্রোল অপশন থাকা বাঞ্ছনীয় যাতে মনিটরিং ও ম্যানেজমেন্ট ঠিকমতো করা যায়। ভ্যারিয়েবল স্পিড ড্রাইভ ইউজ করে আপনি আপনার ফ্যাক্টরির খরচ অনেকাংশে কমিয়ে আনতে পারবেন।

এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ইন্সটল করুন

এনার্জি সেভিংস এর অন্যতম উপায় হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম ইন্সটল করা। এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ফ্যাক্টরির মোট এনার্জি কনসামশন, ডেটা, এনালেটিক্স, ও সেভিংস এর উপায় পর্যবেক্ষন করতে পারবেন। একজন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা নিয়মিত এনার্জি অডিট করালে আপনার ফ্যাক্টরির এনার্জি সেভিংস অনেকাংশে নিশ্চিত হবে।

উপরের পাচটি পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার ফ্যাক্টরির এনার্জি খরচ হ্রাস করতে পারবেন, পাশাপাশি জলবায়ু পরিবর্তন রোধে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন।

solar-panels-2458717_1920
Previous post
Invest in Solar: Invest in the Future!
Next post
Use Your Energy Wisely: Invest in the Future
home_panel_collage1

Leave A Reply